নালিতাবাড়ী সংবাদদাতা : মাহে রমযানের পবিত্রতা রক্ষা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং মাহে রমযানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি বাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা ও শহর শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে তারাগঞ্জ দক্ষিণ বাজার সংক্ষিপ্ত এক পথ সভার আয়োজন করে।

পৌর আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আমীর আফছার উদ্দিন সেক্রেটারি শাহাদাত হোসেন (বিএসসি), পৌর শহরের সেক্রেটারী আব্দুল মোমেন, জনাব রহুল আমিন প্রমুখ।