নীলফামারী : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃতদের বাতিলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সকালে ইসলামী ব্যাংক নীলফামারী শাখার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের মোস্তাফিজুর রহমান,মোমিন বাদশা মিরাজ, মহিবুলা অন্তর ও গ্রাহক ফোরামের জাহিদ হাসান।
মৌলভীবাজার : ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সকালে শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহক মো. সাইফুল ইসলাম বুলবুল, মো. মনির মিয়া, মো. তারেক মাহফুজ, মো. সিরাজুল ইসলাম, খন্দকার জাকির হোসেন, মো. ছালেহ আহমদ সুমন, কাজী মহসিন আহমদ রাহি, মো. এবাদুর রহমান ও সামসুদ্দোহা সেলিম, হুসাইন আহমদ, তানভীর রায়হান ওয়াসিম প্রমুখ।
পাবনা : এস আলমের লুটপাটের বিরুদ্ধে ও ব্যাংকিং সেবা এবং সুযোগ সুবিধার ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ব্যাংক ফোরামের উদ্যোগে পাবনা শহরে মানববন্ধন অনুষ্ঠিত। ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইছামতি ক্লিনিকের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল আইনুল, বিশিষ্ট ব্যবসায়ী তমাল হোসেন, অধ্যাপক সাইদুল ইসলাম কচি, সেন্ট্রাল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক শিহাবুল আলম, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু তালহা, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর এস আলমে কর্তৃক ব্যাংকের আর্থিক লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সিরাজগঞ্জ : বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার গ্রাহকদের উদ্যোগে ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ ও ব্যাংকের টাকা লুটপাটকারী এস আলম গ্রুপের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্টিস্থ ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যাংকের শতাধিক গ্রাহক,ব্যবসায়ী,ছাত্র ও সুধীজন অংশগ্রহণ করে।
গাজীপুর : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল (৬ অক্টোবর) গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে হাফেজ মো. শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন গ্রাহক এএসএম সেলিম, স্থানীয় ধলাদিয়া কলেজের প্রভাষক হযরত আলী, স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাহরিয়ার হোসেন ও শরিফ হোসেন প্রমুখ।
মানিকগঞ্জ : এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ প্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মানিকগঞ্জে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশীদের ব্যানারে শহরের শহীদ রফিক সড়কে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার গ্রাহক বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন, ব্যবসায়ী নূর মোহাম্মদ জাহাঙ্গীর, এড্যাভোকেট শফিকুল ইসলাম জসিম, ছাত্র প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমূখ।
রায়পুরা (নরসিংদী) : নরসিংদীতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদেও অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
৬ অক্টোবর সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পিএলসি, নরসিংদী শাখার সামনে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ, সচেতন ব্যভসায়ী সমাজ ও বাংলাদেশ ইসলামী ব্যাংক নরসিংদী শাখার গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রাহক ফোরামের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা আমীন, কাজী আবদুল হামিদ, মো. সাখাওয়াত হোসেন, বজলুর রহমান মোরাদ,রাকিবুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, সুলতানা আরেফিন সুমি, সানি আক্তার প্রমুখ।
ঠাকুরগাঁও : অবৈধভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ এ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের বরখাস্ত করাসহ চার দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৬ অক্টোবর সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে ইসলামী ব্যাংক ঠাকুরগাঁও শাখার সামনে ঘন্টব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া : এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাইয়ের দাবীতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কুষ্টিয়া শাখা। সোমবার ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম চৌধুরী, টোকনুজ্জামান, হাবিবুর রহমান, ইউনুস মিয়া, খলিলুর রহমান প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ‘বৈষম্য মুক্ত চাকুরী প্রত্যাশী পরিষদ কুষ্টিয়ার সভাপতি সেলিম রেজা। বক্তব্য রাখেন শরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও পোড়াদহ ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবুল হাশেম, প্রভাষক ইমরান হুসাইনসহ অন্যান্য ব্যক্তিরা।
ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ব্যাংক গ্রাহকরা মানববন্ধন করেছে। ইসলামী ব্যাংক ফুলপুর শাখার সামনে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংক দখলের মাধ্যমে লুট হওয়া অর্থ ফেরত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা। এতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন,বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের শুয়াইব সম্রাট। বক্তারা ঘোষণা করেন অবিলম্বে দাবি না মানলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
ফরিদপুর : ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
ইসলামী ব্যাংক বাংলাদেশের ফরিদপুর শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উপদেষ্টা বিল্লাল হোসেন বলেন, বিশ্বের ১০০০ ব্যাংকের মধ্যে একটি ব্যাংক ছিল। সেখান থেকে ১ লাখ ৫ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এই অবস্থায় অদক্ষ লোকদের সরিয়ে নিয়ে দক্ষ লোকদের জায়গা করে না দিলে ব্যাংকের অবস্থা আরো খারাপ হবে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা ফারুক হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এইচএম সুমন, ইসলামী ব্যাংকের বিশিষ্ট বিনিয়োগ গ্রাহক ফরিদুল হুদা, অধ্যাপক নজরুল ইসলাম, মুফতি ফজলুল রহমান প্রমুখ।