DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

পবিত্র রমযানের শিক্ষা ও গুরুত্ব শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩ নং মোল্লারচর ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Printed Edition
dsfsf

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩ নং মোল্লারচর ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মার্চ (শনিবার) গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সিধায় হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোল্লারচর ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মোত্তালেব। মোল্লারচর ইউনিয়ন সেক্রেটারি ডাঃ নুরুল ইসলাম বুলবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি জননেতা প্রভাষক ওবায়দুল হক। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (যুব বিভাগ) গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রাহুল ইসলাম রুবেল, মোঃ রমযান আলী, মোল্লারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল হাই বিএসসি, ১ নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য মোঃ বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনুল কারিমে থেকে তিলাওয়াত করেন মাওলানা আতাউর রহমান পরে দোয়ার মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারনা চন্দ্রশিখর গ্রামে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার ।

এ সময় ইউনিয়ন ও উপজেলার জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা : সাংবাদিকদের সাথে জেলা জামায়াত ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে নেত্রকোনা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ বলেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক তাই আপনারা সমাজের সার্থে সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ বেশি বেশি প্রকাশের আহ্বান জানায়। ২৪শের আন্দোলনেও আপনারা দেশের অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান, মিডিয়া ইউনিটের সেক্রেটার অধ্যাপক জহিরুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাংবাদিক দিলওয়ার খান, মুখলেছুর রহমান প্রমুখ।

রংপুর অফিস : ফোরাম অব ডিল্পোমা ইঞ্জিনিয়ারস এবং ইঞ্জিনিয়ার বিভাগ রংপুর মহানগর শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বিকেলে মঙ্গলবার নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফোরাম অব ডিল্পোমা ইঞ্জিনিয়ারস রংপুর মহানগর শাখার সভাপতি প্রকৌশলী আবু আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফোরাম অব ডিল্পোমা ইঞ্জিনিয়ারস (এফডিইবি) এর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ্। এতে প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের রংপুর বিভাগের কেন্দ্রীয় সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর ইঞ্জিনিয়ার বিভাগের সভাপতি প্রকৌশলী সাইদুজ্জামান দুলাল এবং সঞ্চলনা করেন সেক্রেটারি মামুন মিয়া।

রাজারহাট(কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট রেজিয়া বেগম ক্বওমী মাদরাসা ও রাজারহাট এতিমখানার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) বিকাল ৫টায় মাদরাসার মসজিদ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মনসুর আহম্মেদ, প্রতিষ্ঠানটির প্রধান মুফতি আজম আলী ও মাওলানা গোলাম রব্বানী। দোয়া পরিচালনা করেন নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসলেম উদ্দিন। শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কালাই (জয়পুরহাট) : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালাই উপজেলা শাখার আয়োজনে ১১ মার্চ কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অডিটোরিয়ামে ফেডারেশন কালাই উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা সভাপতিত্বে মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও হানাইল নো’মানীয়া কামিল মাদরাসার প্রভাষক মোঃ মাহমুদুল হাসান, কালাই মাদরাসা শিক্ষক পরিষদ কালাই শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি মোঃ সাহেব আলী, মাধ্যমিক বিভাগের সভাপতি ও জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম। এছাড়াও প্রাথমিক বিভাগের সভাপতি, এবতেদায়ী বিভাগের সভাপতি মোঃ মোনতাহার হোসেন বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বেগুনগ্রাম ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোঃ নুরুজ্জামান সরকার। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মাদরাসা শিক্ষক পরিষদ কালাই উপজেলা শাখার সহসভাপতি মাওলানা খাইরুল ইসলাম।

ফেনী : পরশুরাম প্রেস ক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা নুর মোহাম্মদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম ও পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা।

সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে মঙ্গলবার (১১ মার্চ) দৌলতপুর ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে আওনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়নের সেক্রেটারি আহনাফ হাসান বাপ্পী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবলু বিএসসি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের জামায়াত মনোনিত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা সিনিয়র সহঃ সেক্রেটারি মাওঃ নুরুল হক জামালী, প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন জেলা সহঃ সেক্রেটারি এড.সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা আমীর ইঞ্জি মাসুদুর রহমান দুলাল, বায়তুলমাল সম্পাদক আকন্দ মোঃ সিকান্দার আলী, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ হানিফ উদ্দিন, বাংলাদেশ ইসরামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল বিষয়ক সহঃ সম্পাদক শাওন হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আমীর মাওঃ সুরজ্জামান, পৌর সেক্রেটারি মাওঃ আহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, জুলাই শহীদের পরিবার পরিজন, এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সৈয়দপুর, (নীলফামারী) : নীলফামারী সৈয়দপুরে মিডিয়া ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সদস্য প্রভাষক ছাদের হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ ও মাওলানা আব্দুল মুনতাকিম, শহর আমীর মো. শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, মিডিয়া ইউনিটের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন, সাহাবাজ উদ্দিন সবুজ, দেশ টিভি ও সমকাল জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, নাগরিক টিভি জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম সাদেক, কিউ টিভি সৈয়দপুর প্রতিনিধি আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় সরকারি কলেজ অডিটরিয়ামে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ রমযান মঙ্গলবার বিকালে কলারোয়া সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও নির্বাচন কমিশনের।

সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মাসিক পৃথিবীর ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ ইসলামী সেন্টারের পরিচালক ড.ছমিউল হক ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা ওমর আলী, মাওলানা আহম্মদ আলী প্রমুখ।

কয়রা

সোমবার (১০ মার্চ) কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা স্কুলবাড়ী ঈদগাহ্ ময়দান মাঠে মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু তাহের, কয়রা সদর আমীর মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, মাওলানা মোস্তাকিম বিল্লাহ প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।

ভেড়ামারা কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ সম্পাদক, আল-কোরআনে পিএইডি ডিগ্রী অর্জন কারী ইসলামী ব্যাক্তিত্ব, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নূরুল আমীন জসিম বলেছেন, পবিত্র মাহে রমযানের প্রকৃত শিক্ষাই হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। তিনি বলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা নামায আদায় করি। যাকাত দেই। রোজা রাখি। তবে কেন আল্লাহর নির্দেশ মেনে চলি না। তবে কেন রাষ্ট্রীয় আইনে ইসলামী না। তিনি বলেন, আমরা নামায কায়েম করেছি, যাকাত আদায় করেছি। এখন বাকি শুধু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই একটি কাজ করতে পারলেই সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি সোমবার বিকালে ভেড়ামারার ১২ দাগস্থ ইজাজুল ইসলামের বাসভবনে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ ওহিদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম খোকন, বাহিরচর ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ আলী হোসেন, বাহিরচর ইউনিয়ন জামায়াতের শুরু সদস্য হাফেজ জহরুল ইসলাম, ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা সেক্রেটারি একতিয়ার উদ্দীন, শিক্ষা সম্পাদক মোঃ মোরছালিন, ভেড়ামারা উপজেলা ছাত্রশিবির সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।