জেলার সাদুল্লাপুর উপজেলার আলী নগর গ্রামের বৃদ্ধা ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ আইয়ুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান, প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজিব (পিপিএম)।

তিনি বলেন, আলী নগর গ্রামে গত ১৯ শে অক্টোবর বেলা আনুমানিক ১০ টার দিকে বৃদ্ধা তার বসতবাড়ি থেকে আধা কিলোমিটার দুরে একা হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। ঠিক সেই সময়ে ধর্ষক আইয়ুব আলীও তার আবাদিয় হলুদ ক্ষেত দেখতে যায়।

এমন অবস্থায় দুপুর ১২টার দিকে ভুক্তভোগী বৃদ্ধাকে সেখানে একা পেয়ে জোর পুর্বক ধর্ষন করে আইয়ুব আলী পালিয়ে যায়। পরে ধর্ষনের শিকার বৃদ্ধা অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজে এবং হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর ২২৮/২০২৫।

এরই ধারাবাহিকতায় মামলা হওয়ার ১১ দিন পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় থেকে ধর্ষক আইয়ুব আলী কে গ্রেফতার করে আজ ৩ নভেম্বর সাদুল্লাপুর থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তাগণ, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজউদ্দীন খন্দকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।