গাইবান্ধা সংবাদদাতা : সুন্দরগঞ্জে রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সম্প্রতি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব উচ্চবিদ্যালয়ের সামনে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের মাঠ থেকে শতশত শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে এসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় বিভিন্ন স্লোগানে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে শিক্ষার্থী ও এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ১০ম শ্রেনির শিক্ষার্থী রেশমী আক্তার, শারমিন আক্তার ও সোহেলী আক্তার, ৮ম শ্রেনির শেফালী আক্তার, লামিয়া আক্তার, সাগরীকা আক্তার, প্রাক্তন ছাত্র মেহেদী হাসান, নাজমুল হুদা, শাহীন মিয়া, মাহমুদ ইসলাম, লিমন মিয়া, শফিকুল ইসলাম, এলাকাবাসী আউয়াল মিয়া, মহিদুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিয়ার রহমান বলেন, আমার আসা বেশিদিন হলো না। আসার পর থেকেই দেখছি বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ হচ্ছে। বিষয়টি ম্যানেজিং কমিটি ও প্রধা শিক্ষক জানেন।
এদিন প্রধান শিক্ষকের রুম তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। পরে মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়া বলেন, আমার আগে যে প্রধান শিক্ষক ছিলেন তিনি ওই মাঠের জমিটি বন্দক রাখেন। এখনও ওই অবস্থায় আছে। বর্তমান প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ে ২০০৯ সাল থেকে কর্মরত আছেন, এতদিনেও কোন পদক্ষেপ নেননি কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধকের টাকা ম্যানেজ না হওয়ায় ওই জমি ছাড়িয়ে নেয়া যায়নি। টাকার ব্যবস্থা হলে জমিটি ছাড়িয়ে নিয়ে শিক্ষার্থীদের খেলার জন্য ব্যবস্থা করা হবে জানান তিনি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হেসেন বলেন, আমরা জেনেছি শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন। খেলার মাঠে ধান চাষ করা হয়েছে এমন কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।