সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে শুক্রবার (২ জানুয়ারি) জুমা’র নামাজ শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

গাজীপুর সিটি কর্পোরেশন মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে অংশ নেন সাধারণ মুসল্লীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি, তার জীবনের অবদান স্মরণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অংশগ্রহণকারীরা বলেন, রাষ্ট্রীয় শোকের এই সময়ে সম্মিলিতভাবে দোয়ার আয়োজন জাতীয় শোক ও শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ, যা প্রশাসনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার একটি দৃষ্টান্ত।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীরা প্রয়াত এই রাজনৈতিক নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।