দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা: দেলদুয়ারে পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আহলান সাহলান মাহে রমাযান স্লোগানে রমযানের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়ে এ মিছিল করা হয়। দেলদুয়ার উত্তর পাড়ার গোল চক্কর থেকে শুরু করে দেলদুয়ার বাজারে এসে মিছিল শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির আল মুমিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শোভাযাত্রাটির নেতৃত্ব দেন। মিছিলে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় স্বাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় রমযানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল শ্রেণী পেশা মানুষের প্রতি আহ্বান করা হয়।
দোয়ারাবাজার সুনামগঞ্জ : দোয়ারাবাজার উপজেলার শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি মাও.দিলোয়ার হোসেন ।
শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য মাও. সিদ্দিকুল ইসলাম, দিলোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
ঘিওর (মানিকগঞ্জ): শহরে একটি র্যালি বের হয়। বৃহস্পতিবার বিকালে কোর্ট চত্বর এলাকা থেকে জামায়াতের জেলা আমীর হাফেজ কামরুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা সেক্রেটারি মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা আমীর হাফেজ কামরুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম, পৌর আমীর মোঃ হুমায়ুন কবীর, সদর থানা আমীর ফয়জুল হক, শিবালয় থানা আমীর হাফেজ হাতেম আলী, সিংগাইর থানা আমীর আঃ মান্নান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমযান। এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবি করতে হবে। রমযান নাজিলের মাসে সবাইকে কুরআন শিক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাযসহ তারাবি নামায আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা।