টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার আয়োজনে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়েছে। শিমুলিয়া কান্দীবাড়ী জামে মসজিদে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ জেলার সাবেক আমীর ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের মানুষের অত্যান্ত পরিচিত মুখ জননেতা প্রফেসর এবিএম ফজলুল করিম,তিনি তার বক্তব্যে বলেন দীর্ঘ ১৭বছর পর উন্মুক্ত পরিবেশে দ্বীনের কথা বলতে সুযোগ পাচ্ছে ইসলাম প্রিয় তাওহীদী জনতা,বিগত স্বৈরাচারী সরকারের আমলে ইসলাম প্রিয় তাওহীদী জনতা তাদের নিজ ঘরে বসে আশপাশের মানুষ নিয়ে দ্বীনি আলোচনা করলে তখন চারপাশ দিয়ে ঘেরাও করে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে জেলে ভরে দিতো পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, তাদেরকে বলতো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে, মওলোবাদী সন্ত্রাস জঙ্গিবাদ না না কাজে লিপ্ত আছে বলে কল্প কাহিনী সাজাতো সে সরকার।

এসময় বিশেষ অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদ সদস্য(উলামা বিভাগ)মাওলানা হেমায়েত উদ্দীন,বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী শাখার আমীর মাওলানা আবদুল বারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, লৌহজং উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম।বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহ সেক্রেটারি ও কে-শিমুলিয়া ইউনিয়ন সভাপতি এইচ এম ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন সরকার, মাওঃ হাসিবুর রহমান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা সামসুদ্দিন তুহিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় ইসলাম প্রিয় তাওহীদী জনতা,সার্বিক সহযোগিতায় কে-শিমুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।