কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী শহর শাখার আয়োজনে অসহায় ও দুঃস্থ হিন্দু পরিবারকে চাউলের বস্তা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী চন্দ্রখানা ফুলসাগরে নরেশ(৭০) ও মঙ্গল (৭২) কর্ম অক্ষম পংগু দুইটি হিন্দু পরিবারকে চাউলের বস্তা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এই সহযোগিতার অনুদান পরিবার দুইটির হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সভাপতি মাওলানা হারুন অর রশিদ,শহর সেক্রেটারি প্রফেসর রফিকুল ইসলাম রাফিউল,মাস্টার রতন,ব্যবসায়ী নেতা নুরইসলাম, যুবনেতা কামাল হোসেন, হারাধন প্রমুখ।