বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, “যে রাষ্ট্র মেরামতের সংস্কার নিয়ে আজ সারাদেশে আলোচনা চলছে, সেই রাষ্ট্র সংস্কারের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আজ থেকে আড়াই বছর আগে জাতিকে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মপরিকল্পনা উপহার দিয়েছিলেন, যা আজ জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের জনবহুল বাসন সড়ক বাইপাস এলাকায় তিনি তারেক রহমানের রাষ্ট্র সংস্কার বিষয়ক ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. মাজহার বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা। এই কর্মসূচির মাধ্যমে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও নাগরিক অধিকার পুনর্গঠনের ভিত্তি রচিত হবে।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা ফারুক আহমেদ, বাসন থানা শ্রমিক দলের সহসভাপতি আবু বকর সিদ্দিক, মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান সেলিম, অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম প্রিন্স, শামসুল হক, হাজী ইমান সিদ্দিক ও নুরুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।