রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের রামপালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট - ৩ (রামপাল- মোংলা) আসনের সংবাদ সদস্য প্রার্থী আ্যড, মাওঃ শেখ আঃ ওয়াদুদের সমর্থনে সোনাকুড় গ্রামবাসী কর্তৃক আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তাগন বলেন, জামায়াত উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। সকল জনগণের ধর্মীয় বিশ্বাসের প্রতি জামায়াত অত্যন্ত শ্রদ্ধাশীল। ক্ষমতায় গেলে জামায়াত অমুসলিমদের জান মালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি দেবে। ফলে এ দেশের হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনার জন্য জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ । শনিবার বিকেলে গৌরম্ভা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার আলমগীর হুসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হেমায়েত শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর, বাগেরহাট-০৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবুল কাশেম, রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, নায়েবে আমীর খান রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি শেখ আসাদুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আল হাফিজ সোহাগ। অনান্যের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ শরীফ মো: আব্দুল কাদির, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, বাবু শ্যামল কান্তি, মাস্টার মিজানুর রহমান, জিএম ওমর ফারুক, হাসানুল বান্না নোমান, মোস্তফা, শেখ বেলাল, জাকারিয়া হুসাইন, আব্দুস সালাম প্রমুখ।