বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলায় কয়েক দিন ধরে একটি বড় আকৃতির হনুমান এলাকায় একস্থান থেকে আরেকস্থানে দাঁপিয়ে বেড়াচ্ছে। গত ৩/৪ দিন ধরে লোকালয়ে হনুমান এলাকায় এই প্রথম দেখা যাচ্ছে। তাছাড়া বাগমারা ও তার আশেপাশে এলাকায় বনজঙ্গলে বানর কিংবা হনুমান থাকে না। হঠাৎ করে এলাকায় বন্যপ্রাণী হনুমান দেখায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। মানুষের ভীড় হলে সেখান থেকে লাফ দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। কখনও ঘরের চালে, গাছের ডালে ও স্কুল-কলেজের ছাদেসহ বিভিন্নস্থানে দেখা মিলছে ওই হনুমানের। খাদ্য ও নিজের নিরাপত্তায় জন্য একস্থান থেকে আরেকস্থানে বেড়াচ্ছে।
স্থানীয়রা জানান, এই এলাকায় কাঠবিড়াল, শিয়াল, খরগোসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা গেলেও কখনও হনুমান কিংবা বানর লোকালয়ে বা বনেও দেখা যায় না। এলাকায় হঠাৎ হনুমান আসায় লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে তার লাফালাফি আরো বাড়ছে। কেউ তার দিকে হাত নাড়লে বা জুরে কথা বললে হনুমানটি ক্ষিপ্ত হয়ে হাঁক ছাড়ছে।
এ ব্যাপারে বাগমারা উপজেরা প্রাণীসম্পদ কর্মকর্তা আহসান হাবিব জানান, হনুমানটি মনে হচ্ছে দল ছুট হয়ে লোকালয়ে এসেছে। বাগমারা এলাকায় কখনও এহনুমান দেখা যায় না বন-জঙ্গলে। হয়ত দুরদুরান্ত হতে পথ ভুলে এলাকায় এসেছে। কেউ তাকে বিরক্ত না করলে আপনা-আপনি তার স্থানে ফিরে যাবে। সবাইকে সাবধান থেকে চলাচলের পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া বিষয়টি বনবিভাগকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের জানিয়েছেন।