কুষ্টিয়ার খোকসা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার (১০ ডিসেম্বর) ওসমানপুর ইউনিয়নের পাঁচটি সম্ভাব্য ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমাদুল হাসান।

পরিদর্শনকালে তিনি প্রতিটি কেন্দ্রের সার্বিক অবস্থা, প্রবেশপথ, নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামো ও ভোটারদের চলাচলের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

ইউএনও জানান, নির্বাচনকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ভোট প্রদান করতে পারেন— সে লক্ষ্যে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।