স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিনচালিত দশটি ভ্যান উদ্বোধন করেছেন প্রশাসক সরফ উদ্দিন আহমেদ। অলিগলিতে সহজে ময়লা সংগ্রহের জন্য এসব ভ্যান ইতিমধ্যেই নগরবাসীর মাঝে আশার আলো জাগিয়েছে।
ভ্যান উদ্বোধনকালে প্রশাসক বলেন, “এগুলো আমাদের সিটি কর্পোরেশনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই ভ্যানগুলো দিয়ে অলিগলি থেকে সহজেই ময়লা সংগ্রহ করা সম্ভব হবে। পরীক্ষামূলকভাবে আমরা দশটি ভ্যান চালু করেছি, এগুলো সফল হলে আরও ব্যাপকভাবে চালু করা হবে।”
পরিচ্ছন্নতা উদ্যোগের পাশাপাশি শহরের অবকাঠামো ও সৌন্দর্যবর্ধনেও জোর দিয়েছে জি সিসি প্রশাসক। গত ১৯ আগস্টের মাসিক সভায় কবরস্থান ও শ্মশান সংস্কার ও আধুনিকায়ন, মুন্সীবাড়ি সড়কের পাশের পুকুর সংস্কার, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, ফুটবল টুর্ণামেন্ট আয়োজন এবং সব উন্নয়ন কাজ সময়মতো ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা, মুহাম্মদ সোহেল হাসান বলেন, “গাজীপুর শহরকে একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। প্রাথমিকভাবে কবরস্থান, শ্মশান ও গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে আরও উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, “ঐতিহাসিক ভাওয়াল রাজদীঘিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য বুয়েটের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের কাছ থেকে খসড়া প্ল্যান পাওয়া গেছে, পূর্ণাঙ্গ পরিকল্পনার মাধ্যমে শিগগিরই সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে। এটি গাজীপুরবাসীসহ দেশি-বিদেশি পর্যটকদের জন্য হবে একটি অনন্য দর্শনীয় স্থান।”
প্রশাসক সরফ উদ্দিন আহমেদও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের লক্ষ্য গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও প্রাণবন্ত শহরে রূপ দেওয়া। প্রতিটি উন্নয়ন প্রকল্পে আমরা স্বচ্ছতা, মান ও জনসম্পৃক্ততাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।”