একটি জাতীয় দৈনিকে সাদাপাথর লুটের সাথে জামায়াতকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ। তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত নেতাদের নাম জড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বন্দরবাজারস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ বলেন, জাতীয় দৈনিকে দুদকের বরাত দিয়ে সাদাপাথর লুটের সাথে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। ওই দৈনিকের কাল্পনিক রিপোর্টটি বিভিন্ন স্থানীয় ও জাতীয় অনলাইন পত্রিকা কপি পেষ্ট করে প্রচারের ঘটনায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও নিন্দা জানান। তারা বলেন, পাথর লুটের সাথে জামায়াত নেতৃবৃন্দ দূরে থাক সাধারণ কোন কর্মী-সমর্থকেরও ন্যূনতম কোন সম্পর্ক নেই। সরকারি ব্যবস্থাপনায় ও বৈধ পন্থায় পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতারাও বক্তব্য রাখেন। দুঃখজনক হলেও সত্য যে, ওই মানববন্ধনে বক্তব্য রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ওই বক্তব্যের সাথে পাথর লুটের কোন সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইতোমধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদে সিলেট জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ওই বিবৃতিতে লুটপাটে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এইধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে এর কোন সত্যতা কোন গণমাধ্যম পায়নি, কেবল ওই পত্রিকাটিই পেয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এবং অনুসন্ধানী রিপোর্টে পাথর লুটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদে কোথাও জামায়াতের কোন নেতাকর্মীর নাম পাওয়া যায়নি। তিনি বলেন, শুধু একটি দৈনিকের ঐ ফরমায়েসী রিপোর্টে জামায়াত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত। যা পাথর চুরিতে জড়িত প্রকৃত আসামীদের আড়ালের অপচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে জামায়াত মনে করে। এই ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবি ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান। একইসাথে কোন নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইনসাফভিত্তিক একটি মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের মূল লক্ষ্য। কোন অন্যায় ও অপকর্মের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। বরং সবধরণের লুটপাট, অন্যায় অপকর্মের বিরুদ্ধে জামায়াত সবসময় স্বোচ্চার ভূমিকা পালন করে আসছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগরের সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা লোকমান আহমদ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জায়েদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।