ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা অভিযোগ নিরসন কমিটি ডিজিআরসি’র সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ডিজিআরসি (ডিস্ট্রিক্ট গ্রিভেন্স রিড্রেসাল কমিটি)’র এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ডিজিআরসি’র আহবায়ক মোহাম্মদ মামুন বিশ্বাস এর সভাপতিত্বে সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব শফিউল আলম, সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভসহ কমিটির সদস্য সচিব এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন প্রোগ্রাম ফর সাপর্টিং রুরাল ব্রিজ (এস ইউ পি আর বি) এর এ্যাডভোকেসি কাউন্সিলর নাজমিন বেগম স্নিগ্ধা। সভায় ডিজিআরসি এর ব্যাপক প্রচারণার মাধ্যমে ডিজিআরসি কে সক্রিয় করনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি ঠাকুরগাঁওয়ের জেলা অভিযোগ নিরসন কমিটি বা ডিজিআরসি’র এ সভা পরিচালনার মাধ্যমে বিগত সময়ের চেয়ে বর্তমানে জেলার নানা উন্নয়ন মূলক কাজসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরের অভ্যন্তরীণ ভৌত অবকাঠামো উন্নয়ন এবং এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণে জোড়ালো ভূমিকা রাখছে ঠাকুরগাঁও এলজিইডি।