ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হলো দোগাছী গ্রামের রিপন ম-লের ছেলে লামিম হুসাইন (৫) এবং তার মামাতো ভাই আড়–য়াকান্দি গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে অর্পন (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, অর্পন গতকাল দাদীর সাথে বেড়াতে আসে লামিমদের বাড়িতে। শনিবার সকালে তারা দু’জন পাশের খালে বরশি দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তারা। পরে অনেক খোঁজাখুঁজির পর খালের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা শারমিন বলেন,শিশু দুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।