চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা : গত ১১ এপ্রিল চাটখিল উপজেলা ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের প্রবীণ সদস্য (রুকন) মাওলানা এনায়েত উল্যাহ (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৪ ছেলে ১ মেয়ে, নাতিনাতনি ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি পেশায় চাটখিল কামিল (এমএ) মাদ্রাসার ইবতেদায়ি প্রধান (অবসরপ্রাপ্ত) ছিলেন। শুক্রবার রাত ১০ টায় জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা এনায়েত উল্যাহ সাহেবের ইন্তিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাছান ও উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের পরকালীন মুক্তি কামনা করেছেন এবং তার আত্মীয় পরিজনকে উত্তম ধৈর্য্য ধারণের তৌফিক কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করেছেন।