যশোর সংবাদদাতা : ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এসময় তারা ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মঙ্গলবার (৮ এপ্রিল ) প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সাংবাদিক তৌহিদ জামানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনদের উপর চালানো নারকীয় হত্যাযজ্ঞে মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে। সেখানে চলমান হামলা একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ ইসরাইলের উৎপাদিত পণ্য আমদানি ও তা বিক্রি বন্ধের আহ্বান জানান। একই সাথে বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ঈসরাইল শব্দটি পুনঃ সংযোজনের দাবি জানানো হয়।
মানববন্ধন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক গবেষক বেনজীন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, সড়ক নিরাপদ চাই এর কেন্দ্রীয় সদস্য ও সভাপতি যশোর জেলা শাখা শেখ আকবর হোসেন, শিক্ষার্থী আজমিরা প্রমুখ বক্তব্য রাখেন।
উলিপুরে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক সেমিনার
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনীতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে, সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম প্রমুখ।
আলোচকরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে আমরা গর্বিত। এই বাহিনীতে প্রবেশ করতে গেলে অনেক ধরনের যোগ্যতা লাগে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কোনো ধরনের টাকার প্রয়োজন হয় না। মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণির গেজেটেড কমিশন অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে উপজেলার ৬০০ শিক্ষার্থীকে এই অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।