দেশের খাদ্য মজুত আরও সুসংহত ও স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানিকৃত আরও ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল বহনকারী একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যায় চালবোঝাই জাহাজটি মোংলা বন্দরের নির্ধারিত চ্যানেলে নোঙর করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া সম্পন্ন শেষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তরের মোংলা অঞ্চলের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটিতে করে ভারত থেকে এই সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় নিরাপদে নোঙর করে রাখা হয়।
পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বিকেলে জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত এসব নমুনা মান যাচাইয়ের জন্য খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান।