মহান মুক্তিযুদ্ধে শহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রথম সাধারণ সম্পাদক (জিএস) ছাত্রলীগ নেতা আবদুর রবের কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নেতারা। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়ায় অবস্থিত শহিদ রবের কবর জিয়ারতে যান নবনির্বাচিত ভিপি-জিএসসহ ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের নেতারা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে শিবিরের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “শহিদ আবদুর রব ভাই চাকসুর নির্বাচিত জিএস ছিলেন, আবার দেশের স্বাধীনতার জন্য জীবনও উৎসর্গ করেছেন। তার আদর্শ আমাদের জন্য অনুকরণীয়। আমরা চাই, তার প্রেরণা ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে।” নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব বলেন, “১৯৭১ সালে স্বাধীনতার জন্য আবদুর রব ভাই জীবন দিয়েছেন। আমরা শুধু তার জন্য নয়, ইতিহাসে যেসব মানুষ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের সবার জন্য দোয়া করেছি। কোনো দলীয় এজেন্ডা নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণই হবে আমাদের লক্ষ্য।”

চবি শিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন, “দেশের স্বাধীনতার জন্য শহিদ রবের ভূমিকা স্মরণ করতে আমরা এখানে এসেছি। তিনি যে প্রেরণা নিয়ে দেশকে মুক্ত করেছিলেন, আমরাও সেই প্রেরণায় সাম্য, মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।” উল্লেখ্য, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসুর সপ্তম নির্বাচনে ২৬টি পদের মধ্যে এজিএস ও সহ- ক্রীড়া সম্পাদক ছাড়া বাকি ২৪টি পদে বিজয়ী হয় শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। শহিদ রবের কবর জিয়ারতে নবনির্বাচিত সকল নেতাই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে এবং ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবদুর রব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল রাঙ্গুনিয়ায় ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান চুয়েট) এলাকায় পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধে তিনি শহিদ হন। নগরীর সিআরবি সংলগ্ন এনায়েত বাজার গোয়ালপাড়ায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।