নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা কৃষকদল কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের বহিস্কার ও ত্যাগী নেতাদের পদায়ন করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা কৃষকদলের উদ্যোগে পদবঞ্চিত নেতাকর্মীরা সমাবেশে বলেন, আওয়ামীলীগের দোসরদের দিয়ে বাণিজ্য করে যে কমিটি দেয়া হয়েছে অবিলম্বে তা ভেঙ্গে দিতে হবে। সেই সাথে পরীক্ষিত নির্যাতিত নেতাদের পদায়ন করার দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ সহ অনেকে।