দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ (ফেজ-২)-এ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলীসহ মো. সোহাগ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহকান্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটক মো. সোহাগ উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামের মো. তারু মিয়ার ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যৌথ বাহিনী ছয়ফুল্লাহকান্দি গ্রামে ঝটিকা অভিযান চালায়। এ সময় সোহাগের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২টি পিস্তল, ১৪ রাউন্ড অ্যামুনিশন (যার মধ্যে ১১ রাউন্ড তাজা গুলী)হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
হোমনায় ২ পিস্তল ও গুলীসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ (ফেজ-২)-এ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলীসহ মো. সোহাগ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।