শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিস হতে রিটার্নিং অফিসারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপস্থিত সাংবাদিকদের গোলাম রব্বানী বলেন, দেশবাসী দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের অভাবে জর্জরিত। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেছে। বগুড়া-৭ আসনের সর্বস্তরের জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তবে আমি জনগণের আমানত রক্ষায় আপসহীনভাবে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এবং জেলা ইউনিট সদস্য আজাদুর রহমান।

ধামরাই (ঢাকা) : ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন সালমান হাবীবের নিকট বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা ২০ আসনের মনোনীত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

ময়মনসিংহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ সদর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ১৭ ডিসেম্বর (বুধবার) বিকেলে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী।

বোদা (পঞ্চগড়): পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নমিনেশন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফী)। তিনি বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বুধবার পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের কাছ থেকে তিনি নমিনেশন ফরম সংগ্রহ করেন। এসময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কাপাসিয়া (গাজীপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী সবার আগে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।

তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

যশোর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী ভিপি আব্দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ

যশোর সংবাদদাতা : যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন দলের নেতৃবৃন্দ। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সংগঠনের জেলা দপ্তর সম্পাদক নূর-ই আলী নূর মামুন, ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা ইসমাইল হোসেন, আবুল হাশিম রেজা সহ শহর ও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

রাজবাড়ী

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাজবাড়ীর নিকট থেকে জামায়াতে ইসলামীর পক্ষে রাজবাড়ী -১ আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের আমীর রাজবাড়ী -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম। জেলা জামায়াতের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. মু. মিজানুর রহমান বলেন, বিগত সময়ে বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমানে নির্বাচন করার সুযোগ পেয়ে ভোটাররা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী।