বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা রাজনীতি করছি। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সমাজে সৎ লোকের শাসন কায়েম হলে মুসলিম-অমুসলিমসহ সকলেই শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ । বুধবার (২৭ আগস্ট) সকালে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়নে মৌখালী, গজালিয়া, কাঁটাবুনীয়া, কলমিবুনিয়া, বাদুড়িয়া, চৌমুনীয়ায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। গণসংযোগ চলাকালে বিভিন্ন ব্যবসায়ী, স্থানীয় ভোটার ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি। তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। এরপর তিনি গজালিয়া আলিম মাদরাসা এবং কওমি মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। কর্মসূচিতে যারা ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, চাঁদখালী ইউনিয়নের আমীর অধ্যাপক রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা খয়বার আলী, মাওলানা আব্দুল হান্নান, কবিরুল ইসলাম, মাওলানা আব্দুল মালেকসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, যুব সংগঠন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।