মৌলভীবাজার সংবাদদাতা : ঢাকার ভিকারুননেসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা কর্তৃক হিজাব নিয়ে কটুক্তি এবং ২০ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেয়ার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষিকা সেলিনা আক্তার মনি মৌলভীবাজার মহিলা কলেজের শিক্ষার্থী তানিয়া মুসান্না, তারিন আক্তার, সৈয়দা তাহমিনা জান্নাত প্রমুখ মানববন্ধনে মৌলভীবাজারের বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।