গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় শনিবার আনুমানিক রাত ১১টায় ঢাকাগামী যাত্রীবাহী কোচ ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে ১ জন নিহত হন। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঢাকাগামী সবজিবাহী পিকআপটি (ঢাকা-মেট্রো-ন-১৩-৮৬০৯) অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। পিছনে থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ (মায়ের আশীর্বাদ, ঢাকা-মেট্রো-ব-১৪-৯৪৬২) ওই পিকআপকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুর্ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত আনুমানিক রাত ১০টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে। জানা গেছে, মোটরসাইকেল ও অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে অটো বাইক চালক তারা মিয়া (৩৮) নিহত হন। সে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাড়াতলা গ্রামে রানা মন্ডল (৩৩) নামে এক যুবক স্ত্রীর ধাক্কায় নিহত হয়েছে। নিহত রানা সাড়াতলা গ্রামের মঈন উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুর তিনটার দিকে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্ত্রী শম্পা খাতুন স্বামী রানা মন্ডলকে ধাক্কা দিলে রানা পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পুলিশ স্ত্রী শম্পা খাতুনকে আটক করেছে। নিহত রানার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় আবু ছৈয়দ (৫৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি সেগুনবাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়৷ পুলিশের ধারণা, ইটের আঘাতে তিনি মারা যান। নিহত আবু ছৈয়দ উপজেলার ইছাখালি আদর্শ গ্রামের বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ওসি মোস্তফা কামাল খাঁন বলেন, স্থানীয় লোকজন সেগুন বাগানের ভেতরে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন এবং মুখ থেতলানো ছিলো। সম্ভবত ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারণা, মাদক সেবনের কারণে এই হত্যাকান্ড হতে পারে। মাদক সেবনের পর হয়তো কেউ ইট দিয়ে আঘাত করতে পারেন তাকে।

ফরিদপুর

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিল একটি ট্রেন। এসময় কাটা পড়ে ওই যুবক। এদিকে, একই ট্রেনের যাত্রী মো. আফিফ আল আবির (২০) নামের অপর এক যুবক দুর্ঘটনাটি দেখতে গিয়ে নিজেও গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার সামনে গিয়ে ঘটনাস্থল ভালোভাবে দেখতে চাইলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার এক হাত ভেঙে যায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে। আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শিবালয় (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে শরিফ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত ১৬ জানুয়ারি সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর পাচুটিয়া গ্রামে।

শরিফ মিয়া সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরপাচুটিয়া গ্রামের হযরত ম-লের ছেলে। তিনি সৌদি প্রবাসী। গত ২৪ জানুয়ারি তিনি দেশে আসেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বাগবিত-া হয়। পরে রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শফি মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শফি মিয়া শৈলকূপা উপজেলার হররা গ্রামের মৃত গোলাম ছারোয়ারের পুত্র। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, ব্যবসায়ী শফি মিয়া মোটরসাইকেলে করে ব্যবসার কাজে যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জের দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।