সিরাজগঞ্জ সংবাদদাতা : জুলাই বিপ্লবের বর্ষপূর্তি পালন উপলক্ষে কাজিপুর উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কাজিপুর উপজেলা জামায়াতের আমীর মো জাহিদুল ইসলামের সভাপতিত্বে মেঘাই পুরাতন বাজার থেকে শুরু হয়ে গণ মিছিল উপজেলা চত্ত্বর হয়ে আলমপুর চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম।
এছাড়াও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরমান হোসেন প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং আহত ও পঙ্গুত্ববরণ করেছেন তাদের আকাক্সক্ষা ছিলো ফ্যাসিবাদের বিদায়। ফ্যাসিবাদ বিদায় হয়েছে তবে ফ্যাসিবাদ ইজম বিদায় হয়নি। ফ্যাসিবাদী ইজমকে চিরতরে বিদায় করতে হলে দেশের সংস্কার করতে হবে। জুলাই বিপ্লবের আকাক্সক্ষা অনুযায়ী মানুষের চাওয়া পাওয়া হচ্ছে বিচার সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন। বিচার ও সংস্কার না করেই নির্বাচনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই নির্বাচনের আগে বিচার ও সংস্কার শেষ করতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী পরিবেশ তৈরির করে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ইসলামী অনুশাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য আগামীতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এর জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন ইসলামী অনুশাসনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষ ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ পাবে। ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করতে হলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিয়ার পদ্ধতিতে সরকার গঠন করতে হবে। যারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে তারা মূলত ফ্যাসিবাদকে পুনরায় কায়েম করতে চায়।
তিনি বলেন দেশের মানুষ এখন ফ্যাসিবাদ ও চাঁদাবাজ মুক্ত সমাজ দেখতে চায়। ফ্যাসিবাদ ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র কায়েম করতে হলে সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।