গাজীপুর-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান শনিবার দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সংগঠনভিত্তিক গঠনমূলক বৈঠকে অংশ নিয়ে সময় অতিবাহিত করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি টঙ্গীর গাজীপুরা, কাজীপাড়া, বাইগারটেক ও চানকিরটেক এলাকায় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

ড. হাফিজুর রহমান বলেন, “টঙ্গীর গাজীপুরায় আমি বড় হয়েছি, এই জনপদের মানুষ আমার আত্মার আত্মীয়। কিন্তু আজও দেখছি, চানকিরটেকের মতো এলাকাগুলো অবহেলিত রয়ে গেছে, বাইগারটেকের বিলের পানি কালো ও দূষিত, রাস্তাঘাট সরু—যানজট এখন নিত্যদিনের কষ্ট। সিটি কর্পোরেশন হওয়ার এক যুগ পার হলেও নাগরিক সুবিধা তেমন বাড়েনি। ইনশাআল্লাহ, আমরা এই চিত্র বদলে দেব, এই জনপদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করব।

তিনি আরও বলেন, “গাজীপুরা, কাজীপাড়া, বাইগারটেক ও চানকিরটেকের মানুষ অসাধারণ আন্তরিক। বিশেষ করে এখানকার যুবক সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে উঠে আসছে—তাদের ভালোবাসা ও অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করছে। আমি বিশ্বাস করি, ন্যায়, স্বচ্ছতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গাজীপুর-৬ উন্নয়নের মডেল আসন হবে।

দিনব্যাপী গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ড. হাফিজুর রহমানকে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।