জাতীয় সংসদ নির্বাচনের আগে গুজব ও অপতথ্যের ছড়াছড়ি রোধে ব্যাপক ট্রেনিং কার্যক্রম হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেছেন, “গুজব প্রতিরোধে তথ্য অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত টুল ব্যবহারের মাধ্যমে প্রতিরোধ কৌশল শেখানো হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাইবার সিকিউরিটি নিয়েও বিশেষ ট্রেনিং আয়োজন করা হয়েছে।”
গতকাল শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় তৃতীয় আইসিটি জাম্বুরী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, স্কাউটদের মধ্য থেকে মেধাবী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দিকনির্দেশনা দেয়া হচ্ছে, যাতে তারা নিজেদের সহপাঠীদেরও সচেতন করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট ও ক্যাম্প চিফের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, মোহাম্মদ সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউছার আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা।
তিন দিনব্যাপী এই জাম্বুরীতে স্কাউটদের জন্য থাকছে টেক কার্নিভাল, ফিউচার মাইন্ডস ফর স্কাউটস, প্লে টাইম প্যারাডাইস, হাইটেক ভিলেজ এক্সপ্লোর, প্রজেক্ট নেক্সট জেন এবং ক্যাম্প ফায়ারের মতো আকর্ষণীয় কর্মসূচি। মৌচাক ইতিমধ্যেই স্কাউটদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে। ১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউটরা তাঁবুতে অবস্থান করে আইসিটি-ভিত্তিক নানা কার্যক্রমে অংশ নেবে।
জাম্বুরী মিডিয়া সেলের সদস্য সচিব মো. মশিউর রহমান জানান, সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৮০০ বিজ্ঞানমনস্ক স্কাউট, ১০০ স্কাউট লিডার ও ২০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী রোভার স্কাউটসহ প্রায় ১২০০ জন এবারের আয়োজনে অংশ নিয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী।