২ডিসেম্বর ২১ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ঝালকাঠি জেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. মমিন উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. কাওছার হোসেন।জেলা প্রশাসক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সকল সহযোগী সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়। রেলীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো.মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, এনজিও সাইডো’র নির্বাহী পরিচালক মো.হোসাইন আহমেদ কামাল, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো.খলিলুর রহমান মৃধা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান,মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক নুরুজ্জামান আকন, দুমাউসের সমন্বয়ক এইচ এম হাসান, প্রবাহ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আল আমিন,শ্রম জীবি উন্নয়ন সংস্থা,নির্বাহী পরিচালক মো.নান্না মিয়া, সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.রাশেদ খান।এছাড়াও রেলীতে অংশ নেন সাংবাদিক নেতা রিয়াজুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।