কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলার হরিপুর এলাকায় নাজিরপুর ও কৈলাটী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্যসচিব মাসুদ পারভেজ সালমান, হারুন মণ্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম নিরব, আমিরুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “আমরা নদী খননের বিপক্ষে নই। কলমাকান্দা ও দুর্গাপুরের বহু নদী নাব্যতা হারিয়েছে, সেগুলো অবশ্যই খনন প্রয়োজন। কিন্তু সেটি না করে এখন এক ধরনের খাল খননের নামে ব্যক্তি স্বার্থে পরিকল্পিতভাবে মাজিবাড়ী বাঁধ ধ্বংসের পাঁয়তারা চলছে। এটি এলাকার মানুষের জীবন ও জীবিকার ওপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই। কেউ এই বাঁধে হাত দিতে চাইলে, গ্রামের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। জীবন দিয়ে হলেও মাজিবাড়ী বাঁধ রক্ষা করবো।”