বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) জন্য ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ হলরুমে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও শাহরিয়ার নজিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন সহ আবেদনকারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
লটারির মাধ্যমে তিনটি, আবেদন না থাকায় দুইটি সিলেকশন ও অপরজন অযোগ্য বিবেচিত হওয়ায় একটি পয়েন্টে একজন সহ মোট ৬টি স্থানে ডিলার নির্বাচিত করা হয়।
কলারোয়ায় চেক বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক এডিপি ও উন্নয়ন তহবিল হতে চেক ও বিভিন্ন উপকরণাদি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ ও কলারোয়া পৌর সভার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি বিদ মোঃ জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ। তিনি সমবায় কর্তৃক দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রাসারণ প্রকল্প এর আওতা চেক গ্রহণকারী প্রকল্পের আওতায় গঠিত কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি লিঃ ও পারিখুপি দুগ্ধ সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মধ্যে সুবিধাভোগী ৫০ জনের মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কলারোয়ার মাধ্যমে ৫০ জন উপকার ভোগীদের মধ্যে ১২০ বান্ডেল ঢেউ টিন ও নগদ ৩৬০০০০ (তিন লক্ষ ষাট হাজার) টাকার চেক, ১৮ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণাদীসহ মশক নিধন ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার।