আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, পৌরসভার খাঁ পাড়া নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর মহিলা শাখার সদস্য(রুকন) *মোছা. পারভীন বেগম গত ০৯.১০.২০২৫ইং জুমা'বার রাত ১২.১৫ টায় ইন্তিকাল করেছেন*- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন- তিনি তার স্বামী, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জনাব মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানাসহ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ। শোকবানী: শোকবানীতে নেতৃবৃন্দ বলেন- "মরহুমা পারভীন বেগমের মৃত্যুতে আমরা একজন ইসলামি আন্দোলনের নিবেদিত প্রাণ বোনকে হারালাম। তার চলে যাওয়ায় যে শুন্যতা তৈরী হলো তা সহজে পুরণ হবার নয়। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমিন।"
গ্রাম-গঞ্জ-শহর
শোক সংবাদ
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, পৌরসভার খাঁ পাড়া নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর মহিলা শাখার সদস্য(রুকন) *মোছা. পারভীন বেগম গত ০৯.১০.২০২৫ইং জুমা'বার রাত ১২.১৫ টায় ইন্তিকাল