দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান সম্মেলন গতকাল রবিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমানের সভাপত্বিতে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন সোসাইটি পরিচালক প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া।
সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে আলোচনা করেন তাহফীজুল কুরআন বোর্ডের সদস্য সচিব হাফিজ মিফতাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও: লুৎফুর রহমান হুমাইদী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম রাব্বানী, জালালাবাদ টিটি কলেজের অধ্যক্ষ ড. মো. হাসমত উল্লাহ, ইসলামিক এডুকেশন ঢাকার প্রশাসনিক কর্মকর্তা শামীমুল বারী, আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ও শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির অধ্যক্ষ মো. নুরুল হক প্রমুখ। সম্মেলনে সিলেট বিভাগের স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট বুধবার : ৪১৯ হজ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে আগামীকাল বুধবার। এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে সরাসরি ২ হাজার ৯৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইট সরাসরি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।
রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে।
তিনি বলেন, সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। আর বাকিগুলো সিলেট থেকে জেদ্দায় যাবে।