সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের  জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে একটি যাত্রীবাহি ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে তিন শিশু ও দুই নারী মারা গেছেন। সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের  জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে একটি যাত্রীবাহি ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে তিন শিশু ও দুই নারী মারা গেছেন। 

শনিবার (২৯মার্চ) রাত ৯টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি গ্রামের পাশে বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার(৪৫), একই গ্রামের নিরেন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গাঁ রানী সরকার(৮) ।

 অপর এক নিহত শিশু বাচ্ছার নাম ও পরিবচয় এখনো জানা যায়নি। জামালগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। 

এ ঘটনায় গুরতর আহত নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে সৌরভ সরকারকে (৬) জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার পার্শ্ববর্তী উপজেলা মধ্যনগরবাজারের হাটবার ছিল। জামালগঞ্জের মদনাকান্দি গ্রামের সুমন সরকার তার ইঞ্জিন চালিত নৌকায় বরাবরের মত শনিবারও যাত্রী নিয়ে হাটে যায়। ৬০/৭০জন যাত্রী নিয়ে হাট থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টায় জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বিনদ নারায়ন জানান, নৌকাটি তখন গ্রামের কাছাকাছি চলে আসছিল। 

এ সময় নদীতে বাঁক ঘোরার সময় ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় ৬০/৭০ জন যাত্রী এবং প্রচুর মালামাল থাকায় নৌকাটি ডুবে যায়। নদীতে পানি কম থাকায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও আপাতত ৫ শিশু ও নারী মৃত্যুবরণ করে। 

নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম নৌকা ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।