গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুরে প্রকৌশলীদের সম্মানে এফডিইবি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর মহানগরে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত এক ব্যতিক্রমী ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো "প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল"। দেশের খ্যাতনামা প্রকৌশলী, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

গাজীপুর মহানগরে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত এক ব্যতিক্রমী ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো "প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল"। দেশের খ্যাতনামা প্রকৌশলী, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এফডিইবি'র প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—এফডিইবির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ্, কেন্দ্রীয় সহ-সভাপতি ও আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান,এফডিইবির বিশেষ উপদেষ্টা ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী, ডুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. রেজাউল করিম, ডুয়েট, গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স বিভাগের সভাপতি ড. মাহবুবুল আলম জামি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর এফডিইবির সভাপতি প্রকৌশলী ফারুক আহমেদ।
বক্তারা প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, প্রযুক্তির বিকাশ, এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অতিথিরা প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
পরিশেষে দেশ, জাতি ও প্রকৌশলীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকল অতিথিরা একত্রে ইফতার গ্রহণ করেন, যা সম্প্রীতি ও সৌহাদ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।