গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী ১৮তম কোর্স ফর লিডার ট্রেনারের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। স্কাউট আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে অন্যতম এই গুরুত্বপূর্ণ কোর্সে সারাদেশের সহকারী লিডার ট্রেনার ও লিডার ট্রেনারদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি, প্রফেসর মোজাহিদ হোসেন। তিনি স্কাউট আন্দোলনকে জাতীয় চরিত্র গঠন, নেতৃত্ব বৃদ্ধি এবং দেশপ্রেমের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার অদম্য শক্তি হিসেবে উল্লেখ করেন।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আঞ্চলিক উপ-কমিশনার (ট্রেনিং), প্রফেসর এ এস এম মোস্তাফিজুর রহমান, প্রফেসর সিকদার রুহুল আমিন এলটি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার, শারমিন নাসিমা বানু, বরিশাল আঞ্চলিক স্কাউটস কমিশনার, দেবাশীষ হালদার, ফজলে রাব্বি এলটি, বাংলাদেশ স্কাউটসের পরিচালক, উনু চিং মারমা, উপ-পরিচালক, মশিউর রহমান এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় উপ-কমিশনার, মীর মোহাম্মদ ফারুক এএলটি। এছাড়াও ভোলা জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, রুহুল আমিন এবং সুরাইয়া বেগম বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও ১৮তম কোর্স ফর লিডার ট্রেনারের পরিচালক, খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এবারের প্রশিক্ষণে সারাদেশ থেকে ৫২ জন সহকারী লিডার ট্রেনার শিক্ষার্থী হিসেবে অংশ নেন, আর ১৩ জন লিডার ট্রেনার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক, মশিউর রহমান জানান, কোর্স ফর লিডার ট্রেনার স্কাউটসের সর্বোচ্চ স্তরের প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স। এই প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের ট্রেনাররা স্কাউট আন্দোলনের কাঠামোকে আরও শক্তিশালী করতে সক্ষম হবেন।