কুমিল্লা অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। সোমবার (১৫ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র নেন, কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান।
অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান, সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
মাগুরায় জামায়াতের ২ জনসহ বিভিন্ন দলের
৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর ২ জনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪ জন প্রার্থী।
এদিন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের এবং আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ।
অন্যদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে এডভোকেট মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই সময়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুতিবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেন,
“সারা দেশের মতো মাগুরাতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “জাতি বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশাবাদী।”
সিরাজগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৬৩, সিরাজগঞ্জ–২ (সদর ও কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম।
১৫ ডিসেম্বর (সোমবার) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ সহকারী রিটার্নিং কর্মকর্তা, সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল লতিফ,এডভোকেট মো সাইদুল ইসলাম এ্যাডভোকেট মোঃ আবু তালেব প্রমুখ।