নাটোরের লালপুরে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা।

উপজেলার পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ২৪শে আগস্ট রোববার সকাল ৯টায় অডিটোরিয়াম হল লালপুর উপজেলার মডেল মসজিদে সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাবেদুল ইসলাম মনি, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব,লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থ মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহাসিন আলম।

এই এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার পাশাপাশি এলাকায় শিক্ষার মানোন্নয়ন, মনোবল বৃদ্ধি, উৎসাহ প্রদানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথি বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানানো হয়। নিবন্ধনের সুবিধার্থে একটি কিউআর কোড যুক্ত করা হয়, যার মাধ্যমে স্ক্যান করে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।