জামালপুর সংবাদদাতা : জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ উপজেলার সাবেক আমীর ও সেক্রেটারি, জানকীপুর ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাজ্জাদ হোসাইন ১৫ এপ্রিল মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তাঁর প্রথম নামাযে জানাযা বকশীগঞ্জ হাজী খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে ১৫ এপ্রিল মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। বাদ আছর গোয়ালেরচরে ইসলামপুর উপজেলায় তাঁর নিজ বাড়িতে ২য় জানাযা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল শোকবাণীতে বলেন, আল্লাহ তাঁর গোনাহখাতা মাফ করুন, নেক আমলগুলো কবুল করে অনেকগুন বাড়িয়ে আখেরাতে উচ্চ মর্যাদা ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আল্লাহ পরিবারের ও শোকসন্তপ্ত গুণগ্রাহীদের সবর করার তৌফিক দিন আমীন।

জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, উপজেলা আমীর শফিকুল্লাহ বিএসসি, সেক্রেটারি আদেল ইবনে আওয়াল।