পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিংরোড রতনী বাড়ি ও অমর সীমান্ত দিয়ে আবারও ৫ নারী ৫ পুরুষ ৫ শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভোররাতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন সিংরোড রতনিবাড়ি বিওপির সীমান্তের খুনিয়াপাড়া ও অমর খানা সীমান্ত এলাকায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন এবং ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় তারা শ্রমিক হিসেবে কাজ করতো।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে বাংলাদেশি ১৫ জন পুশইন হওয়া বিজিবি তাদের সদর থানায় হস্তান্তর করেছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।