২ জানুয়ারি (শুক্রবার), নোয়াখালীর মাইজদী শহরের একটি সুপার মার্কেটের স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দোকান মালিক। এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এ এই চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন।
দোকান মালিকের ছেলে ও দোকান পরিচালনাকারী মেহেরাজ হোসেন নিলয় জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত আনুমানিক ১০টার দিকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের শাটারের তালা ও কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
তবে দোকান মালিক এখনো চূড়ান্তভাবে কত ভরি স্বর্ণ চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলছে।