তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে ব্রিজ নির্মাণে ধীরগতি ভোগান্তিতে এলাকাবাসী

সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে তাড়াশ-কাটাগাড়ি জিসি সড়কে ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত শুধু স্পাইলিংয়ের কাজই শেষ হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজ নির্মাণ না হওয়ায় ডাইভারশন রাস্তা সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তাটি উঁচু-নিচু হওয়ায় যানবাহনের ব্রেক আটকে যাচ্ছে। উঁচুতে উঠতে হলে যাত্রীদের গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে হচ্ছে। ইতোমধ্যে সেখানে দুর্ঘটনায় গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা এলাকাবাসীর উদ্বেগ আরও বাড়িয়েছে। তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিউল হক বাবলু বলেন, আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করছে। এপ্রিল স্কুল-কলেজ খুললে দুর্ভোগ আরও বাড়বে। এলাকার কৃৃষক মজিবর রহমান জানান, ব্রিজটি নির্মাণ না হলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে বৃষ্টির সময় আবাদি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।