রাবি রিপোর্টার

শীতকালীন ছুটি উপলক্ষে ৯ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে ৯ দিন বন্ধ থাকবে রাবি। আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এ ছুটি পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। তিনি বলেন, ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।