খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা আঞ্চলিক সম্পাদক মামুন রেজা (৪৫) কে চির বিদায় জানালো সাংবাদিক সমাজ। রাত সোয়া ১২ টার দিকে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে সাংবাদিক মামুন রেজার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার কফিন নেয়া হয় গ্রামের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রম্মগাতিতে। সেখানে শনিবার যোহরবাদ স্থানীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে নগরীর শান্তিধাম মোড়স্থ নিজ ফ্লাটে বুকে ব্যাথা অনুভব হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ১০টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সন্তানসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মামুন রেজার নামাযে জানাযা রাত ১২টায় জাতিসংঘ শিশু পার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। শনিবার যোহর বাদ দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী সুতীরকূল ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সকলের প্রিয় মামুন রেজার মৃত্যুতে খুলনা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সব সময় তরুন ও নবীন সাংবাদিকদের সহযোগিতা করতেন এবং সাংবাদিকতার আদর্শিক পথ অনুসরণে অনুপ্রাণিত করতেন।

ছাত্রজীবনেই খুলনার প্রথম দৈনিক জনবার্তার দিঘলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন মামুন রেজা। ১৯৯৬ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর কাজ করেন দৈনিক আজকের কাগজে। পরে দৈনিক যুগান্তর বের হলে খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসাবে যোগদান করেন। ২০০৫ সালে দৈনিক সমকাল এর শুরু থেকেই তিনি খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তিনি চ্যানেল ২৪ খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। তিনি চার বার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

গতকাল শনিবার যোহরবাদ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী সুতীরকূল ঈদগাহ ময়দানে জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক মো. এনামুল হকসহ খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, চ্যানেল ২৪ ঢাকা অফিসের আউটপুট এডিটর কাইয়ুম তুহিন, যুগ্ম বার্তা সম্পাদক তামিম রহমান, নাদিম হোসেন, ন্যাশনাল ডেক্স ইনচার্জ মনিরুল ইসলাম, সহযোগী সম্পাদক হকিকত জাহান হকি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) আবুল বাশার মো. আতিকুর রহমান, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, দিঘলিয়া থানা বিএনপির আহবায়ক মো. সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, মোল্লা নাজমুল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, বাংলাদেশ জামায়াত ইসলামের দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা মো. আবুল হাসান, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া সদর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সদর সেক্রেটারি শেখ বদিউজ্জামান আজাদ, মোল্লা নাজমুল হক প্রমুখ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হয়।

খুলনা প্রেসক্লাব : মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।

এমইউজে ও বিএফইউজে : মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেশন ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

মিয়া গোলাম পরওয়ারের শোক : অনুরূপ শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তিনি বলেন, মরহুম মামুন রেজা ছিলেন খুলনার গণমাধ্যম জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি সাংবাদিক হিসেবে অল্প বয়সে বেশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী গণমাধ্যমকর্মীকে হারালাম। গুণী এ সাংবাদিকের মৃত্যুতে দেশ ও সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ হবার নয়। আল্লাহ তায়ালা তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন।