বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদাদাতা: চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় শ্বশুর বাড়িতে জান্নাতুল ফেরদৌস (২১) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বামীর পরিবারের দাবি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস, তবে মেয়ের পরিবার ও স্বজনদের দাবি স্বামী তাকে গলা টিপে খুন করার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খালাইচ্ছ্যার দোকান এলাকার মোস্তাক আহমেদের বাড়ীতে এঘটনা ঘটেছে। নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকার মুজিবুর রহমানের মেয়ে। জানা গেছে, গত ২৩ অক্টোবর একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড খালাইছ্যার দোকান এলাকার মোস্তাক আহমেদের দ্বিতীয় পুত্র মোঃ শাহাবুদ্দিন এর সাথে সামাজিক ভাবে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় শ্বশুর বাড়িতে এনববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, ২৩ অক্টোবর জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়েছে, বিয়ের দাওয়াত খেয়েছি। কিন্তু কিছু দিন যেতে না যেতেই তার মৃত্যুর খবর শুনে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। সঠিক তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।