বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কর্মকর্তা–কর্মচারীরা জাতীয় নবম পে কমিশন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক কর্মকর্তা–কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রশিদ তালুকদার। সভায় বক্তারা বলেন, দেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জীবনযাপন ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দামের সাথে বর্তমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই।

কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সহ–সভাপতি রবীন্দ্র, এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের কাছে ২০ গ্রেডের পরিবর্তে ১২ গ্রেড ভিত্তিক নতুন পে-স্ট্রাকচার প্রবর্তনের দাবি জানান।

বক্তারা বলেন— বেতন কাঠামোর টানাপোড়েন ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীদের জীবন আজ চরম অসহনীয়। দ্রুত নবম পে কমিশন বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়।

সভায় আগামী ৫ ডিসেম্বর, শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে সকল কর্মকর্তা–কর্মচারীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধনের নেতৃবৃন্দ জানান, পে কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।