জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট চেম্বারের বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনে এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এ্যাড. আব্দুল মোমিন ফকির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু, এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারি, চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান, চেম্বারের সদস্য মাহবুব-ই-এলাহি প্রমুখ।
সভায় গত সভার রেজুলেশন পঠন ও নিশ্চিতকরণ, ২০২৪ সালের বার্ষিক ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়।