রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

সম্প্রতি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এপিএস সজল আহমদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে রাজশাহী নগরীর শাহ মখদুম থানা পুলিশ। সজল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক। শাহরিয়ার আলমের অবৈধ কারবারের অন্যতম হোতা ছিল সজল। অপরদিকে রাজশাহী নগরীতে আড্ডা দিতে এসে যুবদলের হাতে গণধোলাইয়ের শিকার হন নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার আইন কলেজ মাঠে এই ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, ওই সময় আইন কলেজ মাঠে কয়েকজন যুবদল কর্মী আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তারা সুমন আলীকে দেখতে পান এবং তাকে চিনে ফেলেন। এরপরই কয়েকজন এগিয়ে গিয়ে সুমনকে ঘিরে ফেলে একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে তাকে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।